# দোয়ার দরখাস্ত #
জগন্নাথপুর বাজারের দুই জন বিশিষ্ট ব্যবসায়ী BRAND SHOP এন্ড FOCUS এর মালিক ইয়াওর মাহমুদ এর আম্মা ও স্ত্রী সহ সফরউল্লাহ অটো রাইস মিলের মালিক ছালিকুর রহমান পবিত্র উমরা হজ্ব পালনের উদ্দেশ্যে আগামী কাল বাংলাদেশ থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওয়ানা হবেন। আল্লাহ পাক যেন সুস্থভাবে পবিত্র মক্কা শরীফে কবুল করেন। এজন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।
উল্লেখ্য যে, ইয়াওর মাহমুদ ও ছালিকুর রহমান জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের বাসিন্দা।