জগন্নাথপুরে সরকারি জায়গা দখল করে নির্মিত -বিভিন্ন স্থাপন উচ্ছেদ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি জমি দখল করে নির্মিত দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বাউধরন মুজিব মার্কেট সংলগ্ন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয়।
জানা যায়, এলাকার প্রভাবশালী কিছু লোক সরকারি জমি দখল করে নির্মিত মার্কেট-দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ নির্মাণ কাজ করে অবৈধ দহল ও দখলের পাঁয়তারা করছিল।ঢোলের। এতে স্থানীয় জনগণের প্রতিবাদের প্রেক্ষিতে এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ সরকারি সম্পত্তি দখল করে নিয়েছিল। জগন্নাথপুর উপজেলা কমিশনার ভূমি মহসীন উদ্দিন বলেন, “সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে না পারে সে বিষয়ে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে। সরকারি সম্পদের সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।