মোঃ আব্দুল ওয়াহিদ,
জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে :-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইকবাল খাঁন মাষ্টার নামের এক ব্যক্তির বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র (NID) ও শিক্ষাগত সার্টিফিকেট সংশোধনের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল খান মাষ্টার বিভিন্ন সময় নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সার্টিফিকেট সংশোধনের আশ্বাস দেন। তিনি দ্রুত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কাজ সম্পন্ন করেননি।
প্রতারিত ভুক্তভোগীরা জানান, ইকবাল খান মাষ্টার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার টঙ্গর গ্রামের হরমুজ খাঁন এর ছেলে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইকবাল খান মাষ্টার নামে এক ব্যক্তির বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র (NID) ও শিক্ষাগত সার্টিফিকেট সংশোধনের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল খান মাষ্টার বিভিন্ন সময় নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সার্টিফিকেট সংশোধনের আশ্বাস দেন। তিনি দ্রুত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কালক্ষেপণ করে কোনো কাজ সম্পন্ন করেননি। বরং নানা ভাবে প্রতারণা করে।
প্রতারিত ভুক্তভোগীরা জানান, ইকবাল খাঁন মাষ্টার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং পরবর্তীতে ফোনে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ভুক্তভোগী প্রশাসনের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইকবাল মাষ্টার এলাকায় বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছেন, কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।