• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম
সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিষ্টার আনোয়ার ম        # দোয়ার দরখাস্ত # জগন্নাথপুরের বড় ফেছি হতদরিদ্র পরিবারের উপর নৃশংস হামলা, আদালতে চাঁদাবাজির মামলা দায়ের জগন্নাথপুরে স্ত্রী হত্যা মামলায় পাষণ্ড স্বামী গ্রেফতার জগন্নাথপুরে মসজিদের নাম নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনায় নেমপ্লেট ভাংচুর থানায় অভিযোগ দায়ের জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ জগন্নাথপুরে জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেট সংশোধনের নামে প্রতারণা — ইকবাল খাঁনের বিরুদ্ধে অভিযোগর অন্ত নেই জগন্নাথপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ৪ মনোনয়ন প্রত্যাশীর লিফলেট বিতরণ জগনাথপুরে রাধারমন সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের মানববন্ধন।।

জগন্নাথপুরে জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেট সংশোধনের নামে প্রতারণা — ইকবাল খাঁনের বিরুদ্ধে অভিযোগর অন্ত নেই

রিপোর্টারের নাম
আপডেট: শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

মোঃ আব্দুল ওয়াহিদ,

জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে :-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইকবাল খাঁন মাষ্টার নামের এক ব্যক্তির বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র (NID) ও শিক্ষাগত সার্টিফিকেট সংশোধনের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল খান মাষ্টার বিভিন্ন সময় নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সার্টিফিকেট সংশোধনের আশ্বাস দেন। তিনি দ্রুত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কাজ সম্পন্ন করেননি।

প্রতারিত ভুক্তভোগীরা জানান, ইকবাল খান মাষ্টার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার টঙ্গর গ্রামের হরমুজ খাঁন এর ছেলে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইকবাল খান মাষ্টার নামে এক ব্যক্তির বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র (NID) ও শিক্ষাগত সার্টিফিকেট সংশোধনের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল খান মাষ্টার বিভিন্ন সময় নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সার্টিফিকেট সংশোধনের আশ্বাস দেন। তিনি দ্রুত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কালক্ষেপণ করে কোনো কাজ সম্পন্ন করেননি। বরং নানা ভাবে প্রতারণা করে।

প্রতারিত ভুক্তভোগীরা জানান, ইকবাল খাঁন মাষ্টার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং পরবর্তীতে ফোনে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ভুক্তভোগী প্রশাসনের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইকবাল মাষ্টার এলাকায় বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছেন, কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।


এই বিভাগের আরও খবর