• শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম
সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিষ্টার আনোয়ার ম        # দোয়ার দরখাস্ত # জগন্নাথপুরের বড় ফেছি হতদরিদ্র পরিবারের উপর নৃশংস হামলা, আদালতে চাঁদাবাজির মামলা দায়ের জগন্নাথপুরে স্ত্রী হত্যা মামলায় পাষণ্ড স্বামী গ্রেফতার জগন্নাথপুরে মসজিদের নাম নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনায় নেমপ্লেট ভাংচুর থানায় অভিযোগ দায়ের জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ জগন্নাথপুরে জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেট সংশোধনের নামে প্রতারণা — ইকবাল খাঁনের বিরুদ্ধে অভিযোগর অন্ত নেই জগন্নাথপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ৪ মনোনয়ন প্রত্যাশীর লিফলেট বিতরণ জগনাথপুরে রাধারমন সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের মানববন্ধন।।

রিপোর্টারের নাম
আপডেট: শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

মোঃ আব্দুল ওয়াহিদ,

জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে : :

জগন্নাথপুরে-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে জগন্নাথপুর বটেরতল নামক স্থানে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করা হয়েছে।

স্বল্প ব্যয়ে নির্ভুল চিকিৎসার প্রত্যয়ে জগন্নাথপুরে যাত্রা শুরু করলো শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার ও অঙ্গ সহযোগী প্রতিষ্টান।

শুক্রবার ৩রা অক্টোবর বিকেল ৪টায় জগন্নাথপুর বটেরতলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্টানে চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মারজান আহমদ এর সভাপতিত্বে কেক ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসার ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হিফজুর রহমান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাসমত উল্লা খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর লুৎফুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান চৌধুরী বলেন, জগন্নাথপুরে অনেক প্রতিষ্ঠান আছে। আসার পথে হাসপাতাল দেখে আসলাম চিকিৎসা সেবায় মানুষ অনেক কষ্ট করছে। আপনারাও শুরু করছেন। আপনাদের প্রতিষ্ঠানের সফলতা কমনা করছি। তবে বলে রাখতে চাই, টাকা উপর্জনই শেষ কথা নয়। মানুষকে ভালো সেবা দেওয়ার মাধ্যমে আস্থা অর্জন করতে হবে। ভালো পরীক্ষা নিরীক্ষা করে নির্ভুল রিপোর্ট দিতে পারলেই সেই আস্থা অর্জন করা সম্ভব।

 

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মারজান আহমদ বলেন, স্বল্প ব্যয়ে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। ব্যবসা আমাদের মূল উদ্দেশ্য নয়। টাকার অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না।

 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ কামরান আহমদ বলেন, জগন্নাথপুরে চিকিৎসা খাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। আমরা বিশ্বের উন্নত মানের মেশিনের মাধ্যমে এখানে পরীক্ষা নিরীক্ষা করবো। একই সাথে স্বল্প ব্যয়ে মানুষ চিকিৎসা সেবা পেতে আমরা সকলের সহযোগিতা চাই।


এই বিভাগের আরও খবর